ফরিদপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ
.jpeg)
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আজ রবিবার ২৮ নভেম্বর সকাল সাড়ে দশটায় স্থানীয় আইনজীবী সমিতির সামনে সংগঠনের আহ্বায়ক জনাব সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল এর সভাপতিত্বে বিএনপি সভানেত্রী খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সারা দেশের ন্যায় ফরিদপুরেও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড. হাবিবুর রহমান হাফিজ,জেলা ছাত্রদলের সভাপতি জনাব সৈয়দ আদনান হোসেন অণু,সিনিয়র সহ সভাপতি জনাব সৈকত হাসান, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আফরাফ হোসেন, হাসানুর রহমান মৃধা সহ জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ বিএনপি সভানেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সু- চিকিৎসার দাবি জানান।স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ এ সময় অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তির দাবি করেন । এবং বিদেশে চিকিৎসার সুযোগ দিতে সরকারের নিকট দাবি জানান। অন্যথায় তার কিছু হলে সমস্ত দায় ভার এ সরকারকে গ্রহণ করতে হবে। এবং আগামীতে আরও কঠোর কর্মসূচির মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবে বলে সমাবেশে জানান।
(ডিসি/এসপি/নভেম্বর ২৮, ২০২১)