ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতের ইটের ঢিলের আঘাতে সিএনজিচালিত অটোরিকসা চালক নিহত হয়েছে। বুধবার দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের ইসলামাবাদ নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতের নাম সুবেদ আলী (৩৫)। সে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের আবদুর রশিদের ছেলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও ডাকাতের কবলে পড়া যাত্রীরা জানান, বুধবার রাত ১২টার দিকে সরাইলের বিশ্বরোড মোড় থেকে ৫ জন যাত্রী নিয়ে অটোরিকসাটি উপজেলার শাহবাজপুর যাওয়ার পথে ইসলামাবাদ নামক স্থানে পৌছলে একদল ডাকাত টর্চের আলো দিয়ে অটোরিকসাটি থামানোর সিগন্যাল দেয়। বিষয়টি বুঝতে পেরে চালক দ্রুত গতিতে চলে যাওয়ার চেষ্টা করলে ডাকাতরা ইট দিয়ে গাড়ির সামনের গ্লাসে ঢিল দেয়। এতে অটোরিকসার সামনের গ্লাসটি ভেঙ্গে চালক সুবেদ আলী আহত হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আলী আরশাদ বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
(এসসি/এএস/এপ্রিল ২৪, ২০১৪)