মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী (ফরিদপুর) : র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোপন তথ্যের ভিত্তিতে ফরিদপুর এবং রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের ৫ করেছে। এ সময় তাদের নিটক হতে ৪টি চোরাই মোটনসাইকেল, চোরাই কাজে ব্যবহৃত ৯টি সিমকার্ড, ৫টি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৬শ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো মো. কাওসার মোল্যা(২৭) পিতা-মৃত আমজাদ মোল্যা, মো. ইয়াকুব মাতুব্বর(২৩) পিতা-মো. শহিদ মাতুব্বর, মো. ইমরান মাতুব্বর(২৫) পিতা- মো. আকুব্বর মাতুব্বর, মো. আবদুল্লাহ(২০) পিতা- মো. হাবিব ফকির, মো. রাহাত মোল্যা(২০) পিতা- শাহজাহান মোল্যা। এদের বাড়ি ফরিদপুর ও রাজবাড়ি জেলার বিভিন্ন এলাকায়।

শুক্রবার (২৬ নভেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এবং স্কোয়াড অধিনায়কের নেতৃত্বে ফরিদপুর জেলার কোতয়ালী থানার ধুলদী বাজার, ফুরসা গ্রাম ভাংগা থানার পুকুরিয়া গ্রাম গ্রেফতার করেন বলে শুক্রবার (২৬ নভেম্বর) বিকালে র‌্যাব, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানান।
উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।

(এম/এসপি/নভেম্বর ২৭, ২০২১)