দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের গোয়ালচামট শ্রীধাম শ্রীঅঙ্গন এ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল দশটায় এ সাধারণ সভা আরম্ভ হয়েছে ।

মহানাম সম্প্রদায় সভাপতি শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, অনুষ্ঠানে বিশেষ অতিথির উপস্থিত ছিলেন সাবেক সচিব নেপাল সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দীপক চন্দ্র রায়, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সুবল চন্দ্র সাহা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক বিপুল ঘোষ, ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডক্টর যশোদা জীবন, দেবনাথ সিআইপি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য সাধারণ সম্পাদক অলোক সেন প্রমুখ।

সভায় শ্রীধাম শ্রীঅঙ্গন এর আগামীদিনের কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়। এ সংবাদ লেখা পর্যন্ত অনুষ্ঠানটি চলছিল।

(ডিসি/এসপি/নভেম্বর ২৬, ২০২১)