ফরিদপুরে হুমায়ূন আহমেদের ৭৩তম জন্মদিন উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

দিলীপ চন্দ, ফরিদপুর : বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৩ তম জন্মদিন উপলক্ষে ফরিদপুর সাহিত্য পরিষদ, ও ফরিদপুর ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে ফরিদপুর প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
আজ শুক্রবার বেলা ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের শতাধিক আলোকচিত্র প্রদর্শন করা হয় ।
এ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক সাংবাদিক মফিজ ইমাম মিলন, যুগ্ম সম্পাদক সাংবাদিক মাহবুব হোসেন পিয়াল, সাহিত্য সম্পাদক আলিম আল- রাজি আজাদ, সদস্য লিয়াকত হসেন হিমু। হিমু পরিবহণ ফরিদপুরের দলনেতা তুলি মুখার্জি প্রমূখ।
(ডিসি/এসপি/নভেম্বর ২৬, ২০২১)