শ্রীমঙ্গলে শতাধিক শিক্ষার্থীর মানববন্ধন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজার সরকারি কলেজের বাসের রুট ভৈরবগঞ্জ বাজার থেকে শ্রীমঙ্গল পর্যন্ত বর্ধিত করা এবং নতুন কলেজ বাস ক্রয় করে পরিবহন সংকট দূর করার দাবিতে দাওয়া নিয়ে শ্রীমঙ্গল চৌমুহনা চত্ত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে মৌলভীবাজার সরকারি কলেজে অধ্যয়নরত শতাধিক শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারটা পর্যন্ত এক ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ছাত্র-ছাত্রীরা তাদের বক্তব্যে বলেন, মৌলভীবাজার সরকারি কলেজের বাস সদর উপজেলা ছাড়াও রাজনগর উপজেলাতে যায়। অন্যদিকে কলেজ থেকে প্রায় ৩০ কি.মি. দূরে শেরপুর পর্যন্ত কলেজের ছাত্র-ছাত্রীরা সরকারি কলেজ বাসের সুবিধা পায়। অথচ দুঃখের বিষয় শ্রীমঙ্গলের ছাত্র-ছাত্রীরা সেই সুবিধা থেকে বঞ্চিত। তাই অনতিবিলম্বে শ্রীমঙ্গলের শত শত শিক্ষার্থীর ভবিষ্যতের কথা বিবেচনা করে কলেজ বাসটি ভৈরবগঞ্জ বাজার থেকে শ্রীমঙ্গল পর্যন্ত বর্ধিত করা হোক। মৌলভীবাজার সরকারি কলেজ বাসটি বর্তমানে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জবাজার পর্যন্ত আসে।
(টিবি/এএস/এপ্রিল ২৪, ২০১৪)