দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের বিএনপি সভানেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ফরিদপুর জেলা প্রশাসক বরাবর জেলা বিএনপির স্মারক লিপি প্রদান করা হয়েছে।

আজ বুধবার (২৪ নভেম্বর) সকাল ১০ টায় ফরিদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব এ্যাড. সৈয়দ মোদার্রেস আলী ইসার সভাপতিত্বে ফরিদপুর জেলা প্রশাসক বরাবর বিএনপি সভানেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে একটি স্মারক লিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সভাপতি জনাব রাজীব হোসেন, সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, যুবদলের ফরিদপুর জেলা শাখার সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমূখ।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন বর্তমান স্বৈরাচারী আওয়ামী সরকার উদ্দেশ্য প্রণোদিত ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে রেখেছে।তারা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানান।এ সময় তারা বলেন বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিলে যদি কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে এর দায় সরকার এড়াতে পারবে না।

(ডিসি/এসপি/নভেম্বর ২৪, ২০২১)