ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী গ্রামে অগ্নিকান্ডে অগ্নিদগ্ধ হয়ে দূর্গারানী বিশ্বাস (৩০) নামক এক মহিলা অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে। পাশাপাশি ৪টি পরিবারের সর্বস্ব ভম্মিভূত হয়ে গিয়েছে। ক্ষতির পরিমান প্রায় অর্ধ কোটি টাকা।

আলগী ইউনিয়ন পরিষদের ১ নং ইউনিটের মেস্বার দেলোয়ার মাতুব্বর জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সুয়াদী গ্রামের কৃষক আনন্দ বিশ্বাসের রান্না ঘরের চুলা থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। একে একে আনন্দ বিশ্বাস, নিখিল বিশ্বাস, সুধির বিশ্বাস, ঠাকুরদাস বিশ্বাসের ৯টি ঘর ও সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের সময় আনন্দ বিশ্বাসের স্ত্রী দূর্গারানী বিশ্বাস (৩০) ঘরে থাকা পেঁয়াজ বিক্রির ৮০ হাজার টাকা আনতে গিয়ে আর ফিরে আসতে পারেনি। তিনি পুড়ে মারা গিয়েছে। ৪টি পরিবারের প্রায় ১ হাজার মন পেঁয়াজ পুড়ে যায়। ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে দুপুর সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
(এডি/এএস/এপ্রিল ২৪, ২০১৪)