আলফাডাঙ্গায় বিদ্যুৎ অফিস ঘেরাও
ফরিদপুর প্রতিনিধি : তীব্র লোড শেডিংয়ে অতিষ্ট আলফাডাঙ্গাবাসি মঙ্গলবার সকালে স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে। প্রতিদিন প্রায় ১৪ ঘন্টা লোড শেডিংয়ের যন্ত্রনা আলফাডাঙ্গা উপজেলার পল্লী বিদ্যুৎ গ্রাহকদের সহ্য করতে হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান একেএম আহাদুল হাচান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফার রহমানের নেতৃত্বে শতশত বিদ্যুৎ গ্রাহক এ কর্মসূচীতে অংশগ্রহণ করে।
লোডশেডিং বৃদ্ধি পাওয়ার ব্যাপারে বোয়ালমারী জোনাল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম অখিল কুমার সাহা বলেন, অতিরিক্ত গরম পড়ার কারণে লোডশেডিয়ের পরিমানও বেড়ে যাচ্ছে। গরম কমে গেলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আসা করছি।
(আরআইআর/এএস/সেপ্টেম্বর ১৬, ২০১৪)