ফরিদপুরে যুবকের গলিত লাশ উদ্বার
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মিজানুর রহমানের বাড়ির পুকুর হতে মঙ্গলবার সকালে সোহেল নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের পিতা বারেক মোল্ল্যার দাবি, ৭/৮ দিন আগে সোহেল সদর উপজেলার কানাইপুরের তার নিজ ভাড়া করা বাড়ি থেকে স্ত্রীর সাথে ঝগড়া করে বের হয়ে একই উপজেলার কাফুরার বাড়িতে আসে। এরপর সোহেলের শশুড় বাড়ির লোকজন নানা ধরনের হুমকি দিচেছ। শনিবার রাতে হতে তাকে আর পাওয়া যাচ্ছে না। আমাদের ধারনা পারিবারিক কলহের কারনে সোহেলের শশুড় বাড়ির লোকজন তাকে মেরে পানিতে ফেলে রেখেছে।
ফরিদপুর কোতয়ালী থানার অফিস ইনচার্জ সৈয়দ মোহসিনুল হক বলেন, খুনের মোটিভ এখনো বোঝা যাচ্ছে না। তবে লাশ উদ্বার করে ময়না তদন্তেও জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।
(আরআইআর/এএস/সেপ্টেম্বর ১৬, ২০১৪)