ফরিদপুর সাহিত্য সংস্কৃতিক উন্নয়ন সংস্থার স্মরণ সভা
.jpg)
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর সাহিত্য ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাকালীন সদস্য অরুণ বসু ও সাহিত্য সংস্কৃতির উন্নয়ন সংস্থার বর্তমান কার্যকরী সংসদের কোষাধক্ষ্য চৌধুরী মোহাম্মদ হাফিজুর রহমান মিন্টুর এক স্মরণ সভা সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
সংস্থার নিজস্ব মিলনায়তনে স্মরণসভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ, অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবু সুফিয়ান চৌধুরী কুশল, মিন্টু চৌধুরীর স্ত্রী মাহফুজা রহমান নাট্যব্যক্তিত্ব কাজী আমিরুল ইসলাম রুমি, হোসেন মোতালেব, সাংবাদিক মফিজ ইমাম মিলন, ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, রফিকুজ্জামান লায়েক, সিরাজী কবির খোকন , এডভোকেট অনিমেষ রায়, উত্তম দত্ত, আসমা আক্তার মুক্তা, মেহেদি হাসান শোয়েব। অনুষ্ঠান সঞ্চালনা করেন শওকত আলী জাহিদ।
সভায় বক্তারা এই দুই সাংস্কৃতিক ব্যক্তিত্বের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। তারা বলেন এদের মৃত্যুতে ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। অনুষ্ঠানের শুরুতে এই দুই ব্যক্তির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
(ডিসি/এসপি/নভেম্বর ২৩, ২০২১)