মারামারি ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনযাপন করুন : এসপি আলিমুজ্জামান
.jpg)
আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) : ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান (বিপিএম-বার) বলেছেন, মনের শক্তিই বড় শক্তি। যখন কোন রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত হয়, তখন সেই রাষ্ট্র উন্নয়নের সর্বোচ্ছ শিখরে পৌছে যায়। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। আপনারাও পরিবর্তন হন। আপনি কার ঘর ভাঙ্গবেন, আপনি কার মাথায় বাড়ি মারবেন? সে তো আপনার প্রতিবেশি, সে তো আপনার-ই ভাই। আপনি যখন কোন বিপদে পড়বেন তখন প্রতিবেশিরাই আপনাকে সাহায্য করবে। আপনি মারা গেলে আপনার লাশের খাটিয়া এরাই বহন করবে। তাই মারামারী ছেড়ে দেন। স্বাভাবিকভাবে জীবন যাপন করেন।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় চত্তরে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ আজ মহাকাশে স্যাটেলাইট নিক্ষেপ করেছে। আপনারা সেই দিকে তাকান। এলাকায় শান্তির জন্য দালালী ছাড়ুন। আপনার সন্তানের খোঁজ খবর নেন। আমরা জানি মিথ্যা বলা মহাপাপ, তারপরেও সেই কাজটি বেশি করি। সব ধরণের অন্যায় ছেড়ে দেন। নিজেকে জানুন নিজেকে ভালবাসুন। আপনার সন্তানকে ভালবাসুন পাশাপাশি শ্বাসন করুন। আমরা পুলিশি সেবা দিতে প্রস্তুত, আপনারা তা যথাযথভাবে গ্রহন করুন। দল-পক্ষের নামে যদি কোন অরাজগতা সৃষ্টি করতে চান, তাহলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে। যেকোন ভাল কাজে আমি আপনাদের সাথে আছি এবং থাকবো ।
নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুজ্জামান, যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ রব মোল্যা, ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী, নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান রফিক মোল্যা, বল্লভদি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যার খন্দকার সাইফুর রহমান শাহীন প্রমূখ।
(এন/এসপি/নভেম্বর ২৩, ২০২১)