সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : কেন্দুয়া উপজেলার চিথোলিয়া সমাজ কল্যান উন্নয়ন সমিতির গঠনতন্ত্র সংশোধন করে কমিটি গঠন ও হিসাব নিকাশকে কেন্দ্র করে রবিবার সকালে একই গ্রামের দুই গ্রুপের রক্ষক্ষয়ী সংঘর্ষে ৩ নারী সহ উভয়পক্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। 

সংঘর্ষকারীরা এসময় স্বাবলম্বী উন্নয়ন সমিতি পরিচালিত শিশু শ্রেনীর একটি উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের ঘর সহ ৭/৮টি বসতবাড়ি ভাংছুর করে। সংঘর্ষে আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় আশরাফুল হাসান, মালা আক্তার, বাবুল মিয়া, মানিক মিয়া, আবুল কালাম ও সঞ্জন মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, চিথোলিয়া সমাজকল্যান উন্নয়ন সমিতির গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচন দেয়ার দাবিতে ওই গ্রামের আব্দুল হামিদ ও গোলাম মোস্তফা হিরন সহ ১৪ জন বাদী হয়ে নেত্রকোণা সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন। আগামী ১৭ ফেব্রুয়ারি মামলাটির তারিখ ধার্য থাকলেও আদালতের নির্দেশ অমান্য করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে থাকে সমিতির কর্তৃপক্ষ। গোলাম মোস্তফা হিরনের অভিযোগ আদালতে মামলা থাকার পরও সমিতির সাধারন সম্পাদক ও অন্যান্য কর্মকর্তা গণের যোগসাজসে গঠনতন্ত্র সংশোধন ও হিসাব নিকাশ দেয়া ছাড়াই নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রচারনা চালাতে থাকে তারা।

এ বিষয় নিয়ে রোববার সকালে দুই গ্রুপের লোকদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে রক্ষক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে সুখেরা, তাহেরা ও মালা আক্তার সহ ২০ জন আহত হয়। এসময় আব্দুল হামিদ ও আব্দুল লতিফের বসত বাড়ি সহ ৭/৮টি বাড়ি ঘর ভাংছুর করা হয়।

খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ গঠনাস্থলে গিয়ে পরিস্থিতি সামলে দিতে হাবিউর রহমান, চানফর, আলমগীর, আব্দুল ওয়াহাব, নূরুজ্জামান, আব্দুল লতিফ ও সাকু মিয়াকে আটক করে কেন্দুয়ায় নিয়ে আসে। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ কাজী শাহ নেওয়াজ জানান, সমিতির কমিটি গঠন ও হিসাব নিকাশের গঠনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৩ নারী সহ ২০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৭ জনকে আটক করে রাখা হয়েছে। তিনি জানান এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি।

(এসবি/এসপি/নভেম্বর ১৪, ২০২১)