চাটমোহর (পাবনা) প্রতিনিধি : ‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’ এ প্রতিপাদ্য নিয়ে পাবনার চাটমোহরে রবিবার (১৪ নভেম্বর) পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিক দিবস। চাটমোহর ডায়াবেটিক সমিতির উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালী, আলোচনা সভা ও বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা।

রবিবার সকালে চাটমোহর ডায়াবেটিক হাসপাতাল থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ডায়াবেটিক হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি আলহাজ¦ মোঃ আবুল কাশেম আতরীর সভাপতিত্বে ও পাবনা জেলা পরিষদ সদস্য মোঃ হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, সমিতির সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান, ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ আলী, পাবনা জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ, প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, ডায়াবেটিক সমিতির সদস্য আলমগীর মোহাম্মদ প্রমূখ। ডায়াবেটিক দিবস উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা করা হয়।

(এসএইচএম/এএস/নভেম্বর ১৪, ২০২১)