ঈশ্বরগঞ্জে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ঈশ্বরগঞ্জে ঐতিহ্যবাহী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা যুবলীগের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে ডাক বাংলা চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও কেক কাটার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।
উপজেলা যুবলীগের সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের সভাপতি একেএম ফরিদুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম-সম্পাদক জয়নাল আবেদীন, বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক হারিছ উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক আবুল মুনসুর, ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক হামিদুর রহমান ফকির, জেলা পরিষদ সদস্য এশরাম হোসেন ভূইয়া, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক আবু বক্কর সিদ্দিক দুলাল ভূইয়া, ইউপি চেয়ারম্যান মোতাব্বিরুল ইসলাম, শামসুল হক ঝন্টু, জেলা স্বেচ্চাসেবকলীগের সদস্য শরীফুজ্জামান আকন্দ রানা, ঈশ্বরগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন মন্ডল, ছাত্রলীগ নেতা আল আমীন আকন্দ প্রমুখ।
(এন/এসপি/নভেম্বর ১১, ২০২১)