ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ঈশ্বরগঞ্জে ২০২১-২২ অর্থ বছরে রবি/২০২১২২ মৌসুমে গম, ভূট্টা ,সরিষা, চিনাবাদাম ,শীতকালীন পেঁয়াজ ও মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঈশ্বরগঞ্জের আয়োজনে ৯শ ৮০জন কৃষকের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম ফরিদুল্লাহ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরাত জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা টিটুন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আবু হানিফা, প্রেসক্লাব সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার, কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

(এন/এসপি/নভেম্বর ১১, ২০২১)