কক্সবাজারে র্যাবের অভিযান, আগ্নেয়াস্ত্রসহ আটক ৩
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প-৪ (এক্সটেনশন) সংলগ্ন পাহাড়ে র্যাবের সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসিদের চার ঘণ্টাব্যাপী গুলি বিনিময় হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ১০টি আগ্নেয়াস্ত্রসহ তিন রোহিঙ্গা অস্ত্র কারিগরকে আটক করা হয়েছে।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার (৮ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার র্যাব-১৫ এর উপ অধিনায়ক তানভীর হাসান।
ঘটনাস্থল থেকে তিনি জানান, রোহিঙ্গা সন্ত্রাসীরা ক্যাম্প-৪ এক্সটেনশন সংলগ্ন পাহাড়ে অস্ত্র কারখানা গড়ে তুলেছে, গোপন সূত্রে খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, দিনগত রাত ৩টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত প্রায় চার ঘণ্টাব্যাপী গুলি বিনিময় হয়। এ সময় ঘটনাস্থল থেকে ১০টি আগ্নেয়াস্ত্রসহ তিন রোহিঙ্গা অস্ত্র কারিগরকে আটক করা হয়েছে। এখনও পর্যন্ত কেউ হতাহত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
(ওএস/এএস/নভেম্বর ৮, ২০২১)