কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসেবে সততা, আদর্শীকতা ও মানবিকতার সমন্বয়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মোঃ কামরুজ্জামান জুমান। তিনি কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তৃণমূলের ভোটেও শীর্ষে রয়েছেন।

এলাকার যে কোন নারী পুরুষ বা ছেলে বুড়োর নিকট জুমান সম্পর্কে জানতে চাইলে সবাই এক বাক্যে সাফ সাফ জানিয়ে দেন, মোঃ কামরুজ্জামান জুমান সৎ মানুষ, ভালো মানুষ এবং মানবিক মানুষ। তিনি কোন মানুষের সঙ্গে প্রতারনা করেন না, এ কথাটিও সত্য। যা পারেন তা করেন। যা পারেন না তা বলেন না। তিন বার গোপালপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে বেশ কয়েকটি নিয়োগ সম্পন্ন হলেও তা অত্যন্ত সততা এবং স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করেছেন। এককথায় নিয়োগ নিয়ে বানিজ্যের কোন অভিযোগ ওঠেনি।

তিনি বাংলাদেশ আওয়ামীলীগ বলাইশিমুল ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক, কেন্দুয়া উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি, বাউশারী শিবপুর দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির ৩ বার সভাপতি ও নেত্রকোণা জেলা মটর শ্রমিকলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। এসব সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কামরুজ্জামানের বিষয়ে কোন নেতিবাচক মন্তব্য করেননি। তার সমাজসেবা, মানবিকতা ও সততার কারণে জার্নালিষ্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস সংস্থার পক্ষ থেকে “মাদার তেরেসা” গোল্ডেন এ্যাওয়ার্ড / ২০২১ এবং সাউথ এশিয়া সোস্যাল কালচারাল ফোরাম এর পক্ষ থেকে সাউথ এশিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ড ২০২১ প্রদান করা হয়েছে।

তিনি একজন সফল ঔষধ ব্যবসায়ী। সে হিসেবে কেন চেয়ারম্যান হতে চান জানতে চাইলে, রবিবার তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ডিজিটাল সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার কাজে সহযোগিতার মাধ্যমে মানব সেবায় ব্রতি হতেই চেয়ারম্যান হতে চাই। আমার জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই। অর্থনৈতিক ভাবে আমি স্বয়ং সম্পূর্ণ। আমি মানুষের সেবা করতেই আনন্দ পাই। সেই সেবার মাধ্যমে চাই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে।

(এসবি/এসপি/নভেম্বর ০৭, ২০২১)