প্রত্যাখ্যান মঞ্জু ভূঞার
নৌকার মনোনয়ন প্রত্যাশীর বিরুদ্ধে জামায়াত সম্পৃক্ততার অভিযোগ

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : কেন্দুয়া উপজেলায় সান্দিকোনা ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে সাম্ভাব্য সব প্রার্থীদের নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষন। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারন ভোটার ও কর্মী সমর্থকরাও সব দিক বিবেচনা করেই একজন প্রার্থীর পক্ষে সমর্থন দিতে চান। নৌকার মনোনয় প্রত্যাশী সান্দিকোনা ইউনিয়নে বেশ কয়েকজন থাকলেও সান্দিকোনা ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও তৃণমূলের ভোটে দ্বিতীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ মঞ্জুরুল হক ভূঞা মঞ্জুর বিরুদ্ধে জামায়াত সম্পৃক্ততার অভিযোগ তোলেছেন ওই ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, মুক্তিকামি জনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন শ্রেনী পশার মানুষ।
তাদের দাবী মঞ্জুরুল হক ভূঞার চাচা বাঘবেড় গ্রামের আজিজুল হক, সান্দিকোন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ছিলেন এবং সভাপতি ছিলেন একই গ্রামের ইদ্রিস আলী খান। এ নিয়ে গত কিছুদিন ধরে সচেতন মহলে চলছে তুমুল আলোচনা সমালোচনা।
এদিকে মঞ্জু ভূঞা নির্বাচনী মাঠ গোছাতে প্রতিদিনই ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগে ব্যাস্ত রয়েছেন। রবিবার বেলা ২টার দিকে জামায়াত সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে তিনি এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, এ বিষয়টি একটি কু-চক্রী মহলের সাজানো ষড়যন্ত্র। আমার চাচা আওয়ামীলীগ করতেন। এ কথা সবাই জানেন। তবে জামায়েত নেতা ইদ্রিছ আলী খান একই গ্রামের বাসিন্দা হওয়ায় তার সঙ্গে আমার চাচার উঠা বসা ছিল। সামাজিকতা রক্ষার স্বার্থে একসাথে তিনি হাটে বাজারে চলাফেরা করেছেন। এর বাইরে আর কিছুই না। তিনি কু-চক্রী মহলের ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানান।
(এসবি/এসপি/নভেম্বর ০৭, ২০২১)