ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫০তম  জাতীয় সমবায় দিবস পালিত  হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের উদ্যোগে শনিবার জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি ও উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সমবায়ের প্রকৃত লক্ষ্য বাস্তবায়নে মানুষের জীবনমান উন্নয়নের উপর গুরুত্বারোপ করে সভায় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন সংসদ সদস্য ফখরুল ইমাম ও উপজেলা চেয়ারম্যান মাহ্মুদ হাসান সুমন।

উপজেলা নির্বাহী অফিসার মোসা. হাফিজা জেসমীনের সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার নিবেদিতা করের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, প্রেসক্লাব সভাপতি নীলকণ্ঠ আইচ মজুমদার ও সমবায়ী সাইদুল হক প্রমুখ।

(এন/এসপি/নভেম্বর ০৬, ২০২১)