আটপাড়ার সাত ইউনিয়নেই নৌকা জিতবে : অপু উকিল

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : নেত্রকোণা-৩ কেন্দুয়া আটপাড়ার নির্বাচনী এলাকার আটপাড়া উপজেলার ৭টি ইউনিয়নের নির্বাচন আগামী ১১ নভেম্বর। নির্বাচনকে সামনে রেখে প্রথম দিকে তৃণমূলের নেতাকর্মীরা কিছুটা ঝিমিয়ে থাকলেও অধ্যাপক অপু উকিরের নেতৃত্বে জেলা ও উপজেলার নেতারা প্রতিদিন প্রচারে নামায় নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
তৃণমূলের নেতাকর্মীরা মন্তব্য করে বলেন, ৭টি ইউনিয়নের ৭টিতেই নৌকা প্রতীক জিতবে। তাদের মতে বাংলাদেশ যুব মহিলালীগের সাধারন সম্পাদক অধ্যাপক অপু উকিল তৃণমূল নেতাকর্মীদের সব বিভেদ মেঠাতে এবং নৌকার পক্ষে সাধারন জনগণকে জাগিয়ে তুলতে প্রতিদিনই বিভিন্ন ইউনিয়নে পথসভা গণসংযোগ করছেন।
তার সঙ্গে পথসভা ও গণসংযোগে প্রতিদিনই যোগ দিচ্ছেন, নেত্রকোণা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক নূর খান মিঠু, আটপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম সহ অন্যান্য নেতারা।
অনুসন্ধান চালিয়ে দেখা যায় তৃণমূল নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মতে অপু উকিলের নেতৃত্বে প্রতিদিন প্রচারনার ফলে নৌকা পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। নেতাকর্মীরা সব ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার পক্ষে একাট্রা। বানিয়াজান, সরমুষিয়া, তেলিগাতী, সুনুই, দোওজ সহ ৭টি ইউনিয়নেই নৌকার পালে হাওয়া লেগেছে। নৌকার কর্মী সমর্থকরা উজ্জ্বীবিত হয়ে সাধারন মানুষকেও নৌকার পক্ষে জাগিয়ে তুলছেন।
তাদেরকে আশ্বস্থ করে অধ্যাপক অপু উকিল বলছেন, ১১ নভেম্বরের নির্বাচনে ৭টি ইউনিয়নের ৭টিতেই নৌকা জিতবে, ১২ নভেম্বর আপনাদের নিয়ে বিজয় মিছিল করেই ঘরে ফিরব। তিনি সকলকে আরো আন্তরিক হয়ে নৌকার পক্ষে কাজ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
(এসবি/এসপি/নভেম্বর ০৫, ২০২১)