হালুয়াঘাটে ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের ২০২১-২২ অর্থবছরের প্রণীত কর্মপরিকল্পনা হালুয়ঘাট উপজেলায় বাস্তবায়ন কৌশল নির্ধারণ শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগীতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ খামারবাড়ি’র উপ-পরিচালক কৃষিবিদ মো. মতিউজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য জুয়েল আরেং। স্বাগত বক্তব্য দেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা প্রকল্পের পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, পৌর মেয়র খাইরুল আলম ভূঞা, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌহিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুজ্জামান খান প্রমূখ।
অনুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণের মাধ্যমে কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য গুরুত্ব আরোপ করেন বক্তারা। পরে কৃষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
(জেসিজি/এসপি/নভেম্বর ০১, ২০২১)