ফরিদপুরে জাতীয় যুব দিবস পালিত
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণ চেক বিতরণ অনুষ্ঠিত হয়। সোমবার (১ নভেম্বর) সকাল ১০ টায় জাতীয় যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক জনাব খান মোঃ নইম এর সভাপতিত্বে কবি জসীম উদ্দিন হলে এক কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন
ফরিদপুরের মাননীয় জেলা প্রশাসক জনাব অতুল সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব শামসুল হক ভোলা মাস্টার, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব দীপক কুমার রায় সহ অন্যান্যরা।
সভায় দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে দেশে পালিত হচ্ছে এ বছরের জাতীয় যুব দিবস। সভায় আগত ব্যাক্তিবর্গ দেশের যুব সমাজকে চাকরির পেছনে না ঘুরে আত্ম কর্মসংস্থানের দিকে ধাবিত হওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে যুব সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সভা শেষে ২২ জন যুবাকে ১০ লক্ষ ৪০ হাজার টাকার যুবঋণের চেক বিতরণ করা হয়।
(ডিসি/এএস/নভেম্বর ০১, ২০২১)