মাজহারুল হক লিপু, মাগুরা : এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ১০টি রেকর্ডের মালিক মাগুরার বিস্ময়কর তরুণ মাহামুদুল হাসান ফয়সাল। সবশেষ শনিবার (৩০ অক্টোবর) রাতে গিনেস বুক কর্তৃপক্ষ তাকে নতুন রেকর্ডের স্বীকৃতি দিয়েছে বলে জানিয়েছেন ফয়সাল। ৩০ সেকেন্ডে কপালের চারপাশে ৪৬ বার ফুটবল ঘুরিয়ে তিনি ১০ম রেকর্ডটি করেন।

১৮ বছর বয়সী মাহমুদুল হাসান ফয়সাল বর্তমানে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটে লেখা পড়া করছেন। সদর উপজেলার হাজিপুর গ্রামের অধিবাসীরা ফয়সাল এর আগেও নয়বার ফুটবল ও বাস্কেটবল বাহুতে ঘুরিয়ে রেকর্ড সৃষ্টি করেন। সর্বশেষ, কপালের চারপাশে ৩০ সেকেন্ডে ৪৬ বার ফুটবল ঘুরিয়ে তিনি ১০ম রেকর্ডটি করেন।

ফয়সাল জানান, ছোটবেলা থেকেই তার ক্রিকেটার হওয়ার ইচ্ছে ছিলো। নানা প্রতিবন্ধকতায় তা পারেনি সে। এরপর শুরু করে ফুটবল খেলা। খেলতে খেলতেই সে ফুটবল নিয়ে নানা এক্সপেরিমেন্ট শুরু করে। তখনই মাথায় আসে বিভিন্ন কৌশল রপ্ত করে রেকর্ড গড়বার।

ফয়সাল বলেন, আমার নানা, নানীসহ পরিবারের সবাই আমাকে সহযোগিতা করেছেন । আমার স্বপ্ন, এরকম ২৫ টি সার্টিফিকেট নিয়ে সবার সামনে হাজির হওয়া। পুরো বিশ্বের কাছে নিজের গ্রাম, জেলা, সর্বোপরি বাংলাদেশের পতাকাকে তুলে ধরতে কার না ভালো লাগে।

ফয়সালের বাবা সোহেল রানা বলেন, ছোটবেলা থেকেই ফয়সাল খেলাধুলার প্রতি খুবই আগ্রহী। তবে এই রেকর্ডের জন্য সে অক্লান্ত পরিশ্রম করেছে। এমনকি ওর পড়াশোনার ক্ষতি হয়েছে খুব। দুটো সেমিস্টার লস করেছে। তারপরও আমি ওকে উৎসাহিত করেছি। আজ ওর সাফল্যে আমরা খুবই আনন্দিত।

মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মকবুল হোসেন বলেন, ফয়সালের এই রেকর্ড আমাদেরকে গর্বিত করেছে। ভবিষ্যতে যে কোনো ধরনের সহযোগিতা দিতে আমরা প্রস্তত।

(এমএইচএল/ এএস/নভেম্বর ০১, ২০২১)