হেমন্ত আসে

আলাউদ্দিন হোসেন
হেমন্ত আসে ঘরে ঘরে
নিয়ে পাকা ধান
ধানের গন্ধে কৃষক হাসে
উজাড় করে প্রাণ।
হেমন্ত আসে ঘরে ঘরে
নিয়ে নতুন পিঠা
ছন্দ চলে নবান্ন উৎসব
পিঠা ভারী মিঠা।
হেমন্ত আসে রঙে ঢঙে
ঝরাপাতার নৃত্যে
মনেপ্রাণে শীতল হাওয়া
দোলা দেয় চিত্তে।
আলাউদ্দিন হোসেন
হেমন্ত আসে ঘরে ঘরে
নিয়ে পাকা ধান
ধানের গন্ধে কৃষক হাসে
উজাড় করে প্রাণ।
হেমন্ত আসে ঘরে ঘরে
নিয়ে নতুন পিঠা
ছন্দ চলে নবান্ন উৎসব
পিঠা ভারী মিঠা।
হেমন্ত আসে রঙে ঢঙে
ঝরাপাতার নৃত্যে
মনেপ্রাণে শীতল হাওয়া
দোলা দেয় চিত্তে।