কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষে সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৪
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাতজন।
শুক্রবার (২২ অক্টোবর) ভোরে উখিয়ার ১৮নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় অস্ত্রসহ মুজিব নামে একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৮নম্বর ক্যাম্পে কর্মরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান। তিনি বলেন, কী কারণে দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে তা এখনো জানা যায়নি। চারজন নিহত হয়েছেন বলে নিশ্চিত হলেও পরিচয় এখনো মেলেনি। আরও সাতজনকে আহত অবস্থায় এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের সদস্যরা অস্ত্রসহ একজনকে আটক করেছে। বিস্তারিত জানতে প্রচেষ্টা চলছে।
(ওএস/এএস/অক্টোবর ২২, ২০২১)