মাগুরায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
মাগুরা প্রতিনিধি : জেলার মহম্মদপুর উপজেলায় হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নির্বাহী সদস্য পংকজ বসুকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
মহম্মদপুর থানার ওসি মতিয়ার রহমান জানান, নারানপুর গ্রামের পংকজ বসু শুক্রবার সন্ধ্যায় বিনোদপুর বাজার থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে ৪-৫ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়।
স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠায়। পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্থর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় কোনো আসামি আটক হয়নি এবং থানায় শনিবার সকাল ১০টা পর্যন্ত মামলা হয়নি।
(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১৩, ২০১৪)