মাগুরায় সংখ্যালঘু সম্প্রদায়ের ৭ দফা দাবীতে বিক্ষোভ-মানববন্ধন
মাগুরা প্রতিনিধি : দুর্গা পূজায় ৩দিনের সরকারি ছুটি ও জাতীয় সংসদে হিন্দু সম্প্রদায়ের জন্য ৬০টি সংরক্ষিত আসনসহ ৭ দফা দাবিতে মাগুরায় আজ শুক্রবার দুপুরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মাগুরায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
দুপুরে শহরের নতুন বাজার কালিবাড়ি থেকে মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের চৌরঙ্গীর মোড়ে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। সংগঠনের মাগুরা জেলা শাখার সভাপতি পরেশ কান্তি সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক উত্তম কুমার বিশ্বাস, কেন্দ্রীয় নেতা বীরেন্দ্রনাথ মজুমদার প্রমুখ।
সভা থেকে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অধিকার সংক্রান্ত ৭ দফা দাবী তুলে ধরা হয়।
(ডিএস/এটিআর/সেপ্টেম্বর ১২, ২০১৪)