শালিখায় সড়ক দূর্ঘটনায় আ.লীগ নেতার স্ত্রী নিহত
মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ কামাল হোসেনের স্ত্রী ঝর্ণা বেগম (৫০) সড়ক দূঘটনায় নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে বিয়ে বাড়ির অনুষ্ঠান শেষে বাসায় ফিরছিলেন ঝর্ণা বেগম। পথে শালিখা উপজেলা পরিষদের গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী নৈশ পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুর সংবাদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাডঃ শ্রী বীরেন শিকদার এমপি শোক প্রকাশ করে পরিবারের প্রতি গবীর সমবেদনা জানিয়েছেন।
শালিখা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
(ডিসি/এইচআর/সেপ্টেম্বর ১২, ২০১৪)