শিবচরে ১১টি ঘর পুড়ে ছাই
মাদারীপুর প্রতিনিধি : বুধবার দুপুরে মাদারীপুরের শিবচরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আগুনে ঝলসে নারীসহ ২ জন আহত হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানিয়েছে ।
জানা যায়, বুধবার দুপুরে জেলার শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাকিম আলী বেপারী কান্দি গ্রামের ইদ্রিস মুন্সির বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ইদ্রিস মুন্সির বসত ঘরসহ ৫টি ঘর, লতিফ হাওলাদারের ৪টি ঘর ও তারা মিয়া চৌকিদারের ২টি ঘরসহ ১১ টি ঘর পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ইদ্রিস মুন্সির স্ত্রী তজিদননেছা (৫৫) ও তার ছেলে আবুল খায়ের (১৮) আহত হয়েছে। রান্নাঘরের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে। অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণালংকার, ফসলসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
(এএসএ/এএস/এপ্রিল ২৩, ২০১৪)