মাগুরা প্রতিনিধি : তথ্য কমিশন সচিব মো. ফরহাদ হোসেন বলেছেন, দেশের প্রতিটি নাগরিকেরই তথ্য পাওয়ার অধিকার রয়েছে। তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী কর্তৃপক্ষ নাগরিকদের এই তথ্য প্রদানে বাধ্য থাকবেন। তিনি বুধবার মাগুরা আসাদুজ্জামান মিলনায়তনে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে এক প্রশিক্ষণ কমূসূচীতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মাগুরা জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচীতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য কমিশনের উপ-সচিব সাইফুল্লাহ হিল আজিম। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তারেক।


তথ্য কমিশন সচিব আরো বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারিরা জনগণের সেবক। তাদের এই বিষয়টি মাথায় রেখেই জনগণের সেবা দিতে হবে। পাশাপাশি তথ্য অধিকার আইন সম্পর্কে জনগণকে আরো সচেতন করতে হবে।

তথ্য কমিশনের আয়োজনে এবং জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ কর্মসূচীতে জেলায় কর্মরত ৩ শতাধিক সরকারি বেসরকারি কর্মকর্তা, নির্বাচিত জন প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক অংশ নেন।

(ডিসি/এএস/সেপ্টেম্বর ১০, ২০১৪)