বগুড়া প্রতিনিধি : বগুড়ায় তিনটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় এবং উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছয়জন আক্রান্ত হয়ে এবং পাঁচজন উপসর্গ নিয়ে মারা যান।

সোমবার (২৩ আগস্ট) দুপুর ১২টায় ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ২৭৯টি নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ শনাক্ত হন ৪৬ জন। তাদের মধ্যে সদরে ৩৪ জন, সোনাতলায় দুইজন, আদমদীঘিতে দুইজন, দুপচাঁচিয়ায় দুইজন, কাহালুতে দুইজন এবং সারিয়াকান্দি, ধুনট, শাজাহানপুর ও শেরপুরে একজন করে আক্রান্ত হয়েছেন।

এখন পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু হয়েছে ৬৫৭ জনের। মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৭৩১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৭৪৩ জন। আর চিকিৎসাধীন আছেন ৩৪১ জন।

(ওএস/এএস/আগস্ট ২৩, ২০২১)