মাগুরায় যৌন হয়রানির দায়ে বখাটের ৬ মাসের কারাদণ্ড
মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার সাংদা লক্ষিপুর গ্রামে ১০ম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানির দায়ে সোমবার রাতে আখিদুল মোল্যা (৪০) নামে এক বখাটেকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, সোমবার বিকেলে সাংদা লক্ষীপুর গ্রামের ‘লক্ষীপুর মাধ্যমিক বিদ্যালয়ের’ ১০ম শ্রেণীর এক ছাত্রী স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল। এ সময় ওই এলাকার বখাটে আখিদুল মোল্যা তার পথ রোধ করে। এ সময় সে ওই ছাত্রীকে যৌন হয়রানি করে। এ সময় ওই স্কুল ছাত্রীর চিৎকারে এলাকাবাসি আখিদুলকে আটক করে ভ্রাম্যমান আদালতে খবর দেয়। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পুলিশ নিয়ে সেখানে পৌছে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দণ্ডবিধির ৫০৯ ধারা মোতাবেক বখাটে আকিদুলকে রাত ৮টার দিকে ৬ মাসে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। পুলিশ রাতেই তাকে জেল হাজতে পাঠিয়েছে। দণ্ডপ্রাপ্ত আখিদুল ওই গ্রামের মৃত শাহজাহান মোল্যার ছেলে।
(ডিসি/এইচআর/সেপ্টেম্বর ০৯, ২০১৪)