মাগুরা প্রতিনিধি : ‘টেকসই উন্নয়নের মূল কথা, স্বাক্ষরতা আর দক্ষতা’ এই প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার মাগুরায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সকাল সাড়ে ৯টায় শহরে র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আসাদুজ্জামান মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখান অতিরিক্ত জেলা প্রশাসক একেএম তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবির, মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এলিয়াস হোসেন প্রমুখ। আলোচনা সভায় শিক্ষা বিষয়ে ২টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।

(ডিসি/এএস/সেপ্টেম্বর ০৮, ২০১৪)