উত্যক্ত করায় বখাটেকে পুলিশে দিল কলেজছাত্রী
মাগুরা প্রতিনিধি : কলেজে আসা যাওয়ার পথে উত্যক্ত করার কারণে আজ রবিবার শালিখার কুয়াতপুর এলাকায় আশরাফুল নামের এক বখাটেকে পুলিশে দিয়েছেন এক কলেজছাত্রী।
এ ঘটনায় শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত ওই বখাটে যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার জানান, বুনাগাতি এলাকার বখাটে যুবক আশরাফ বুনাগাতি কলেজের দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে কলেজে আসা-যাওয়ার পথে উত্যক্ত করতো।
বিষয়টি ওই ছাত্রীর পরিবার যুবকটির পরিবারকে একাধিকবার জানিয়েছে। কিন্তু সুরাহা হয়নি। আজ রবিবার দুপুরে কলেজ থেকে বাড়িতে ফেরার পথে আশরাফ মেয়েটিকে আবারও উত্যক্ত করে।
এ সময় এলাকাবাসীর সহযোগিতায় ছেলেটিকে আটক করা হয়। পরে এলাকাবাসীর খবরের ভিত্তিতে পুলিশের একটি দল নিয়ে নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার ঘটনাস্থলে পৌঁছান। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একাধিক সাক্ষ্যগ্রহণ শেষে অভিযুক্ত যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয় ।
(ওএস/এটিআর/সেপ্টেম্বর ০৭, ২০১৪)