মাগুরায় একদিনে জোড়া বাল্যবিয়ে বন্ধ
মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার জাগলা এলাকায় আজ রবিবার একই দিনে দুইটি বাল্যবিবাহ বন্ধ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা জেলা শাখার নেতৃবৃন্দ।
মহিলা পরিষদ মাগুরার সাধারণ সম্পাদক কাজী লাবনী জামান উত্তরাধিকারনিউজকে জানান- শনিবার গভীর রাতে আমাদের কাছে খবর আসে যে সদর উপজেলার জাগলা চারাবটতলা এলাকায় গ্রাম্য মাতব্বর রওশন মোল্যার বাড়িতে নিয়ে এসে পার্শ্ববর্তী মঘি গ্রামের হাবিবা (১৩) ও বিউটি (১৩) নামে সপ্তম শ্রেণী পড়ুয়া দুই মেয়ের বিয়ের আয়োজন চলছে। তারা দুজন মঘি গ্রামের দুই ভাই আবুল জোয়ারদার ও সেলিম জোয়ারদারের মেয়ে। হাবিবা ও বিউটিকে যথাক্রমে জাগলা চারাবটতলা গ্রামের শাহাদত হোসেনের ছেলে সোহাগ (২১) ও তার প্রতিবেশী গোলাম মোল্যার ছেলে সুমন (২২) এর সাথে বিয়ের তোড়জোর চলছিল।
এ খবর দ্রুত মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাজ্জাক ও জগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলামকে জানান মহিলা পরিষদ নেতৃবৃন্দ। এ সময় ইউএনও ও স্থানীয় চেয়ারম্যান বিয়ে বন্ধের জন্য সংশ্লিষ্ঠদের আদেশ দেন। এ খবর পেয়ে ওই বিয়ে না পড়িয়ে কাজী পালিয়ে যান।
এদিকে আজ দুপুরে তারা অন্য এলাকা থেকে কাজী এনে আবার বিয়ের তোড়জোড় শুরু করেন। এ খবর পেয়ে মহিলা পরিষদের নেতৃবৃন্দ সেখানে গিয়ে বিয়ে বন্ধের জন্য উভয় পরিবারকে অনুরোধ জানান। পরে দুপুরে উভয় পরিবারের সম্মতিতে বিয়ে বন্ধ করা হয়।
এ সম্পর্কে জগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম উত্তরাধিকারনিউজকে জানান- উভয় পরিবারকে বুঝিয়ে আপাতত বিয়ে বন্ধ করা হয়েছে। মেয়েদের আইনসম্মত বিয়ের বয়স হলে যথা নিয়মে তাদের বিয়ের ব্যবস্থা করার জন্য আমরা উভয় পরিবারকে সম্মত করিয়েছি।
(ডিসি/এএস/সেপ্টেম্বর ০৭, ২০১৪)