মাগুরায় এক দালালের ৬ মাসের কারাদণ্ড
মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর হাসপাতালে আজ রবিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অব্যহত গণ উপদ্রব সৃষ্টির দায়ে এক দালালকে ৬মাসের কারাদণ্ড দিয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সুমি আক্তার উত্তরাধিকারনিউজকে জানান- দীর্ঘদিন ধরে মাগুরা সদর হাসপাতালকে ঘিরে একটি দালাল চক্র রোগীদের হয়রানি ও ছিনতাই কাজের সঙ্গে জড়িত ছিল। এ অভিযোগ প্রায় ১মাস আগে সদর হাসপাতালের চিহ্নিত দালাল সুজন (২৩) কে মৌখিকভাবে সাবধান করে দেয়া হয়েছিল। কিন্তু ওই আদেশের তোয়াক্কা না করে সে একইভাবে রোগীদের হয়রানি করে আসছিল।
আজ রবিবার দুপুরে সদর হাসপাতালের সামনে সুজন একইভাবে রোগীদের হয়রানি করছিল। এ সময় মাগুরা ডিবির দারোগা সুবাস কুমার তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে খবর দেয়। পরে ভ্রাম্যমাণ আদালত তার স্বীকারোক্তি ও ভূক্তভোগীদের জবানবন্ধি গ্রহণ করে ।
এ সময় দণ্ডবিধি ২৯১ ধারায় গণ উপদ্রব বন্ধের নির্দেশ প্রদানের পরও তা অব্যহত রাখার অপরাধে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তাকে গ্রেফতার করে মাগুরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
(ডিসি/এএস/সেপ্টেম্বর ০৭, ২০১৪)