মাগুরায় গুড প্যারেন্টিং বিষয়ক প্রশিক্ষণ
মাগুরা প্রতিনিধি : শিশুর শারীরিক ও মানসিক বিকাশে পিতা-মাতার ভুমিকা ব্যাপক। একমাত্র অভিভাবকের দক্ষ ব্যবস্থাপনাই পারে একটি শিশুকে ভবিষ্যতের সুন্দর নাগরিক হিসেবে গড়ে তুলতে। অধিকাংশ ক্ষেত্রেই অভিভাবকরা না জেনেই শিশুর সঙ্গে ও শিশুর সামনে এমন আচরণ করে থাকেন যা দীর্ঘমেয়াদীভাবে শিশুর বিকাশে নেতিবাচক ভূমিকা রাখে। মাগুরায় আজ রবিবার জেলা শিশু একাডেমীর ব্যবস্থাপনায় শিশুদের অভিভাবকদের নিয়ে এ ধরনের একটি ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণের আয়োজনে এসকল তথ্য তুলে ধরা হয় ।
বেলা ১১টায় শিশু একাডেমী মিলনায়তনে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের দর্শন বিভাগের প্রভাষক খান শফিউল্লাহর মাল্টি মিডিয়া উপস্থাপনায় প্রশিক্ষণটি ছিল খুবই প্রাণবন্ত। প্রশিক্ষণে ভিন্ন ভিন্ন ভিডিও, ছবি ও অনলাইন কনটেন্ট ব্যবহার করে গুড প্যারেন্টিং ব্যাড প্যারেন্টিং দুটি পৃথক পৃথক উপস্থাপনার মধ্য দিয়ে শিশুর প্রতি অভিভাবকদের করনীয় সম্পর্কে ব্যাপক তথ্য প্রদান করা হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহম্মদ আল হোসেনের পরিচালনায় এ কর্মশালায় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. রেজাউল ইসলাম।
কর্মশালায় জানানো হয় শিশুর প্রতি রুঢ় আচরণ করলে সে ভবিষ্যতে সমাজ বিরোধী সন্ত্রাসীতে পরিণত হতে পারে। এছাড়া শিশুর সামনেই যদি বাবা মা নিজেদের মধ্যে ঝগড়া বা বিবাদ করে তাহলে শিশুর উপর তা ব্যাপক মানষিক পিড়ার কারণ হয়। এছাড়া শিক্ষার জন্য শিশুর আনন্দময় পরিবেশ নিশ্চিত করাসহ পরিবারে ও সমাজে শিশু বান্ধব পরিবেশ গড়ে তোলার উপরেও কর্মশালায় গুরুত্ব প্রদান করা হয়।
(ডিসি/এএস/সেপ্টেম্বর ০৭, ২০১৪)