শালিখায় বখাটে যুবকের ৬ মাসের কারাদণ্ড
মাগুরা প্রতিনিধি : শালিখা উপজেলার বুনাগাতী ডিগ্রী কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে আশরাফুল আলম (১৮) নামের এক বখাটে যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুরে বুনাগাতী ডিগ্রী কলেজের ২য় বর্ষের ওই ছাত্রী কলেজ থেকে মধুখালী গ্রামের বাড়ি যাওয়ার পথে কুয়াতপুর নামক স্থানে পৌঁছালে বুনাগাতী গ্রামের নূরআহম্মদের ছেলে আশরাফুল আলম সঙ্গীসহ ওই ছাত্রীকে পথরোধ করে যৌন হয়রানির চেষ্টা করে।
এ সময় কলেজ ছাত্রীর ডাক-চিৎকারে এলাকাবাসী বখাটে যুবক আশরাফুল আলমকে হাতে-নাতে ধরে ফেললেও তার সঙ্গী অপর ২ যুবক পালিয়ে যায়। খবর পেয়ে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মোছা. নাজমুন নাহার ও থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ তৎ সঙ্গীয় ফোর্সসহ ঘটনা স্থলে পৌছিয়ে ঘটনার সত্যতার প্রমান পেয়ে আশরাফুলকে ৬ মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করেন।
উল্লেখ্য, উপজেলার বিভিন্ন স্কুল–কলেজের সামনে বখাটেদের উৎপাত বৃদ্ধি পেয়েছে।
(ডিসি/এএস/সেপ্টেম্বর ০৭, ২০১৪)