রোহিঙ্গা ক্যাম্পে গরুর ঢল
জাহেদ সরওয়ার, কক্সবাজার : কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গাদের কোরবানির জন্য কেনা হচ্ছে আড়াই হাজার গরু। শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের তত্ত্বাবধানে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) টেকনাফ ও উখিয়ার বাজার থেকে পশুগুলো কিনে ক্যাম্পে হস্তান্তর করছে।
আজ মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত অন্তত দেড় হাজার গরু ক্যাম্পে পৌঁছানো হয়েছে। রাতের মধ্যে অবশিষ্ট গরু কিনে ক্যাম্পে সরবরাহ করা হবে বলে জানা যায়।
এর সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামছু-দ্দৌজা বাংলা ৭১কে বলেন, এবারের ঈদে রোহিঙ্গাদের জন্য আড়াই হাজার গরু কেনা হচ্ছে। শিবিরের ভেতরে সেবা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কিছু এনজিও এই গরু কিনে দিচ্ছে। আরআরআরসি কার্যালয়ের তত্ত্বাবধানে গরুগুলো প্রতিটি শিবিরের ব্লক মাঝিদের মাধ্যমে জবাই করে রোহিঙ্গাদের ঘরে ঘরে মাংস পৌঁছে দেওয়া হবে। এর আগে নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে দুই শতাধিক গরু পাঠানো হয়েছে।
(এস/এসপি/জুলাই ২০, ২০২১)