স্পোর্টস ডেস্ক, ঢাকা : শঙ্কা তৈরি হয়েছে রাশিয়ায় বিশ্বকাপ ফুটবলের আয়োজন নিয়ে। বিশ্ব ফুটবলের আন্তর্জাতিক সংস্থা (ফিফা) রাশিয়া থেকে বিশ্বকাপ ভেন্যু সরিয়ে অন্যত্র নিয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেন থেকে সামরিক বাহিনী না সরালে ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজনের অধিকার হারাতে পারে রাশিয়া। বিশ্বকাপ ফুটবলের এ আসর রাশিয়ায় অনুষ্ঠিত না হলে দেশটি অর্থনৈতিক ক্ষতির মুখেও পড়বে।

এছাড়া ইউরোপীয় ফুটবলের আসর সেখানে না বসলে রাশিয়া ফুটবল ফেডারেশনের জন্য তা অপমানেরও।

ইউরোপীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শুক্রবারের মধ্যে সেনা প্রত্যাহার না করলে মস্কো থেকে ফর্মুলা ওয়ানের রেস এবং অন্যান্য স্পোর্টসের বড় বড় ইভেন্ট রাশিয়া থেকে সরিয়ে নেওয়া হবে। এমনকি ইউরোপীয় ফুটবল টুর্নামেন্টও সেখানে আয়োজিত হবে না বলে জানিয়েছেন ইউরোপীয় দেশগুলো।

(ওএস/পি/সেপ্টেম্বর ০৪, ২০১৪)