শালিখায় ডাকাতি
মাগুরা প্রতিনিধি : শালিখার বয়রা গ্রামের আলমসাধু চালক আজিজুলের বাড়িতে বুধবার গভীর রাতে ডাকাতি হয়েছে।
আজিজুল জানায় রাত ২টার দিকে ডাকাত দলের এক সদস্য ভাড়ায় যেতে হবে বলে তাকে ঘুম থেকে ডেকে তোলে। ঘরের দরজা খোলা মাত্রই ১০/১২ জনের হাফ প্যান্ট পরা মুখোশধারি ডাকাত দল ঘরে ঢুকে পড়ে তাকেসহ তার স্ত্রী ও বাবা-মাকে বেঁধে ফেলে। এরপর ঘরে থাকা নগদ ১২ হাজার টাকা, ১ বস্তা চাউল, জামা-কাপড় অন্যান্য মালা-মালসহ তার উপার্জনের একমাত্র সম্বল আলমসাধুটি নিয়ে ডাকাত দল চলে যায়।
(পিডিএস/এএস/সেপ্টেম্বর ০৪, ২০১৪)