শালিখায় মাছের পোনা অবমুক্ত
মাগুরা প্রতিনিধি : শালিখা উপজেলার ফটকী নদী ও বিভিন্ন খালে বুধবার মাছের পোনা অবমুক্ত করেছে উপজেলা মৎস্য বিভাগ।
উপজেলার উপর দিয়ে প্রবাহিত ফটকী নদী, কানুদার খাল, বাকল বাড়িয়ার খাল, নরপতির খালে এই মাছের পোনা অবমুক্ত করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম রসুল, সাংবাদিক দীপক চক্রবর্তী, মোঃ জাহাঙ্গীর হোসেন(নাজির), বুনাগাতী ইউপি চেয়ারম্যান মোঃ বখতিয়ার লস্কর, ইউপি সচিব গোবিন্দ চন্দ্র বিশ্বাস, ইউপি সদস্য বিমল মিত্র, সজ্ঞিবন রায়, সত্যপদ বিশ্বাস ও পলাশ রায় প্রমুখ।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ২ হাজার ৩শ কেজি পোনা অবমুক্ত করা হবে। যা মাছের উৎপাদন বৃদ্ধিতে ব্যাপক ভুমিকা রাখবে।
(ডিএস/এটিআর/সেপ্টেম্বর ০৩, ২০১৪)