মাদারীপুরে গাঁজাসহ বাবা ও মেয়ে আটক, ১ বছরের কারাদণ্ড
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের চরমুগরিয়া এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ বাবা ফারুক (৪৫) ও তার মেয়ে সাথীকে (২০) আটক করেছে। মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত দুইজনকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছে।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের চরমুগরিয়া এলাকায় সোমবার রাতে মাদারীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ ইকবালের নেতৃত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সেপেক্টর (সার্কেল) জি.এম নাসিরুজ্জামানের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময়
১৫ হাজার টাকা মূল্যে ১ কেজি গাজাসহ ফারুক ও তার মেয়ে সাথিকে আটক করা হয়। মঙ্গলবার সকালে ভ্রাম্যমান আদালত বাবা-মেয়েকে ১ বছর করেকারাদণ্ড দিয়েছে।
মাদারীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সেপেক্টর (সার্কেল) জি.এম নাসিরুজ্জামান জানান, চরমুগরিয়ার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিজস্ট্রেট মো. জাহিদ ইকবাল জানান, উদ্ধার করা গাজা নষ্ট করা হয়েছে। মাদকদ্রব্য বিক্রি ও রাখার দায়ে উভয়কে ১ বছর করেকারাদণ্ড দেয়া হয়েছে।
(এএসএ/এএস/এপ্রিল ২২, ২০১৪)