মাগুরায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্বোধন
মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা আঞ্চলিক কার্যালয় থেকে পাসপোর্ট প্রদানের আনুষ্ঠানিক কার্যক্রম আজ বুধাবর শুরু হয়েছে। মাগুরা কলেজ পাড়ায় আঞ্চলিক পাসপোট কার্যালয়ে এ কার্যত্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুবর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার জিহাদুল কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রজ্জাক, জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক সাজ্জাদ হোসেন প্রমুখ।
উদ্বোধনের পরপরই অফিস কাউন্টারে পাসপোর্টের জন্য আবেদনকারিদের ভিড় জমে। সেখানে আবেদন ফরম জমা দিতে আসা সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের মনিরুজ্জামান, শ্রীপুর উপজেলার মালাইনগর গ্রামের সুজন বালা, শালিখা উপজেলার ধনেশ্বরগাতি গ্রামের ফনী বিশ্বাসসহ অনেকে বলেন, মাগুরায় পাসপোর্ট অফিস চালু হওয়ায় আমাদের অনেক সুবিধা হয়েছে। এর ফলে সময়, আর্থিক সাশ্রয়ের পাশাপাশি ভোগান্তি কমবে।
আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক সাজ্জাদ হোসেন জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬৪ জেলায় পাসপোর্ট অফিস চালু করার যে ঘোষণা দেন তার অংশ হিসাবে আজ মাগুরায় পাসপোর্ট অফিসের উদ্বোধন হয়েছে। প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০ জন আবেদনকারিকে পাসপোর্টের জন্য মাগুরা থেকে যশোর যেতে হতো। মাগুরায় অফিস চালু হওয়ায় আবেদনকারিরা নির্দিষ্ট ফরম পূরণ করে প্রক্রিয়া শেষে এখান থেকেই মেশিন রিডেবল পাসপোর্ট নিতে পারবে। এখান থেকে জরুরী ভিত্তিতে ১২ দিন ও সাধারণভাবে ২৫ দিনের মধ্যে আবেদনকারিরা তাদের পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।
(ডিসি/এএস/সেপ্টম্বর ০৩, ২০১৪)