রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলায় আগামী ২০ জুন মুজিব শতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দ্বিতীয় পর্যায়ের ৩৩ টি ঘর উদ্বোধন উপলক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন ইউএনও সুশান্ত কুমার মাহাতো।  

বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ মত বিনিময় সভা অনুষ্টিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তন্ময় ভৌমিক, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, যুগ্ন সাধারণ সম্পাদক সুকুমল কুমার প্রামানিক, প্রচার সম্পাদক সাইদুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য ছানোয়ার জাহান আল মামুন, আওরঙ্গজেব হোসেন রাব্বী সহ প্রেস ক্লাবের অনান্যরা।

এছাড়াও রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ, সহ-সভাপতি কাজী আনিছুর রহমান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, রাণীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ওহেদুল ইসলাম মিলন, সদস্য সাহাজুল ইসলাম সহ প্রেস ক্লাবের অনান্য সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

(এসকেপি/এসপি/জুন ১৭, ২০২১)