শালিখায় বিজিবি’র গাড়ীর ও নছিমনের সংঘর্ষে নছিমন চালকের মৃত্যু
মাগুরা প্রতিনিধি : শালিখার আড়পাড়া-কালীগজ্ঞ সড়কের সিংড়া বিহারী লাল শিকদার ডিগ্রী কলেজের সামনে মঙ্গলবার এক সড়ক দূঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমিয়ান গ্রামের নছিমন চালক এরশাদ (২৪) মারা গেছে।
ওই দিন দুপুর একটার দিকে এরশাদ নছিমন চালিয়ে সিংড়া বাজারের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা বিজিবি’র একটি গাড়ীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এরশাদ মারাত্মক আহত হয়। সাথে সাথে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসারত অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
শালিখা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, শুনেছি বিজিবি’র গাড়ীর সাথে সংর্ঘষে এক নছিমন চালক মারাগেছে।
(ডিসি/এইচআর/সেপ্টেম্বর ০৩, ২০১৪)