গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : বৈরী আবহাওয়ার কারণে দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে টানা ১০ ঘন্টা লঞ্চসার্ভিস বন্ধ থাকার পর আজ সোমবার সকাল থেকে পুনরায় চালু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) আরিচা অঞ্চলের পরিবহন পরিদর্শক দিনেশ কুমার সাহা জানান, প্রচন্ড বাতাসের সঙ্গে প্রবল স্রোত ও ঢেউ সৃষ্টি হওয়ায় নদী উত্তাল হয়ে উঠে। এতে নৌ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় গতকাল রবিবার রাত ৮টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সকল প্রকার লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।

তবে ফেরিসার্ভিস স্বাভাবিক থাকায় এসময় উভয় ঘাটে আসা যাত্রীরা ফেরিতে নদী পারাপার হন। পরে বাতাসের গতিবেগ কমে গিয়ে পরিবেশ কিছুটা অনুকুলে আসায় আজ সোমবার সকাল ৬টা থেকে শুধুমাত্র বড় লঞ্চগুলো চলাচল শুরু করে। তবে আবহাওয়া পরিস্থিতি পূর্ণ স্বাভাবিক হলে সব ধরনের লঞ্চ চালু করা হবে বলেও তিনি জানান।

(জিসিপি/এএস/সেপ্টেম্বর ০১, ২০১৪)