ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর চিনিকলে ২০১৪-২০১৫ রোপন মৌসুমের আখ রোপন উদ্বোধন করা হয়। সোমবার বেলা ১১টায় মিলগেট এ সাবজোনাধীন ৬নং ইউনিটের  বিশিষ্ট আখচাষী মো. আবুল কালাম আজাদ এর ১একর জমিতে রোপা আখ চাষের উদ্বোধন করেন ফরিদপুর চিনিকলের  ব্যবস্থাপনা পরিচালক মো. আমজাদ হোসেন।

এ সমসয় উপস্থিত ছিলেন বিএসএফ আইসির কর্মকর্তা জিএম কামরুজ্জামান,চিনিকলের কৃষি বিভাগের প্রধান জিএম(কৃষি) এস এম আলাউদ্দীন, ডিজিএম (সম্প্র) মো. রফিকুল ইসলাম ভুইয়া, ডিজিএম (সিপি) কেএম ছরোয়ার্দী,ডিজিএম (বীজ) হোসনে জামান,কর্মকর্তা মো. আবুল বাশার, রোশন আরা আরজু , হাসিনা ফেরদৌসি, আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মো. আকরাম হোসেন মিয়া, সাধারণ সম্পাদক মো, রেজাউল করিম ঝুটু,অর্থ সম্পাদক মো. মজিবুর রহমান, ফরিদপুর চিনিকলের শ্রমজিবী ইউনিয়নের সভাপতি মুন্সী এনায়েত হোসেন, সাধারণ সম্পাদক হাজী মির্জা আকরামুজ্জামান, শ্রমিক নেতা কাজল বসু, আবুল বাশার বাদশা, আবু সাঈদ বিশ্বাস,আলী আকবর, আব্বাস আলী, মেহেদী হাসান, সিডিএ মো. ওমর ফারুকসহ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত আখচাষীদের উদ্দেশ্যে বলেন ২০১৪-২০১৫ আখরোপন মৌসুমে রোপন লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে ১২ হাজার একর । আশা করি আপনাদের সহযোগিতা নিয়ে লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবো। দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ ভারী শিল্প প্রতিষ্ঠানটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেছিলেন।

এ শিল্প প্রতিষ্ঠানটি রক্ষা করতে হলে বেশী বেশী আখ রোপন করতে হবে। বর্তমান সরকার রোপা আখচাষের জন্য ভর্তূিক প্রদান করে আসছে। আপনারা এ সুযোগ গ্রহণ করে অল্প জমিতে অধিক ফলন নিশ্চিত করে লাভবান হন। তিনি উপস্থিত আখচাষীদের চিনিকলের পক্ষ থেকে আখ চাষে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

(আরআইআর/এএস/সেপ্টেম্বর ০১, ২০১৪)