ফরিদপুরে নানা কর্মসূচিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদপুর প্রতিনিধি : জাতীয়তাবাদী দল বিএনপির ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে নানা কর্মসূচি পালিত হয়েছে।
সকাল ১০টায় শহরের ঝিলটুলি ব্রহ্মসমাজ সড়কে জেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম শাহাজাদা মিয়ার সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ মোদাররেস আলী ইছা, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য সাবেক এমপি ইয়াসমিন আরা হক, জেলা বিএনপির সহসভাপতি শহিদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম লিটন, কেন্দ্রীয় যুবদলের নির্বাহী সদস্য আতাউর রশিদ বাচ্চু, জেলা স্বেচ্চাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সহসভাপতি দেলোয়ার হোসেন দিলা, সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা দলের স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা বিষয়ক যুগ্ম সম্পাদক বিলকিস ইসলাম, ছাত্রদলের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, জেলা তাতী দলের সাধারন সম্পাদক মামুনুর রহমান মামুন, কৃষক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মোল্লা, সহসভাপতি আসাদুর রহমান প্রমুখ।
পথসভা শেষে বিশাল এক বর্ণাঢ্য র্যালি প্রেসক্লাব চত্বর হয়ে গোয়ালচামট মুক্তিযোদ্ধা নামফলকে গিয়ে শেষ হয়।
(আরআইআর/এএস/সেপ্টেম্বর ০১, ২০১৪)